সাইদুল ইসলাম এর কবিতা” আমরা কেন অকৃতজ্ঞ হই”।

0 ২৮৮

              আমরা কেন অকৃতজ্ঞ হই
                      সাইদুল ইসলাম

মানুষের তরে সৃজিলেন খোদা বিশ্বজগৎ ওই,
        আমরা মানুষ কেন আজ অকৃতজ্ঞ হই।
দিয়েছেন দয়ালু মাতা ও পিতা দিয়েছেন ভাই বোন,
আরো দিয়েছেন কতনা আপন প্রাণের প্রিয় জন।

ক্ষুধা নিবারণে খাদ্য দিয়েছেন কতনা শস্যকণা,
হরেক রকমের ফল দিয়েছেন কতনা স্বাদের দানা।
মৎস্য দিয়েছেন জলভরা দিঘিতে,নদী,খাল-বিলে,
প্রাচুর্য ভরা সম্পদ দিয়েছেন সাগরের গহীন জলে।

জলে-স্থলে-অন্তরীক্ষে আছে যত প্রাণীকুল,
মানুষের তরেই নিয়োজিত সবই নেই কোনো ভুল।
আকাশের যত রবি শশী তারা,ভাসমান মেঘমালা,
জগতের যত মাখলুকাত আর মর্ত্যের গাছপালা।

সবই শুধু মানুষের তরে মানুষের সেবাদানে,
সৃষ্টি করেছেন প্রভু ইহাদের বিচিত্র উপাদানে।
কতনা ফুলে ভরে দিয়েছেন বন বীথিকার শাখে,
চঞ্চল মৌমাছি মধু নিতে তারা গায়ে সুবাস মাখে।

নদী ভরা জলে মৃদু সমীরণে সদা জাগে কল্লোল,
পত্র-পল্লবে দোলা দিয়ে যায় মৃদুমন্দ হিল্লোল।
মহুয়া বনে গায়ক পাখিরা গাহিয়া যায় গান,
পুষ্প মালঞ্চে কতনা পুষ্প মুগ্ধ করে প্রাণ।

কতনা নীল সবুজ শ্যামলে নিত্য মাখামাখি,
কতনা ফুল আর ফসলের হাসি অধরে ধরিয়া রাখি।
পেটের ক্ষুধা মনের ক্ষুধা মিটাতে আত্মার ক্ষুধা,
পৃথিবী ভরিয়ে দিয়েছেন প্রভু অফুরান বারিসুধা।

এতসব পেয়েও আমরা কেন ভুলি তারে বিলকুল,
আমরা কেন অকৃতজ্ঞ হই,কেন হই বেভুল!

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!