আজহারুল ইসলাম সাদী,স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে গরীব অসহায় ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক সহায়তা’র চেক বিতরণ। সোমবার (২৯ নভেম্বর) বেলা ১২ টার সময় সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে, উপ পরিচালক, স্থানীয় সরকার ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুবা ফেরদৌস এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শাহনওয়াজ পারভীন মিলি, আল ফেরদৌস আলফা, রোজিনা কান্টু, আব্দুল হাকিম, মহিতুর রহমান, ওবাইদুর রহমান লাল্টু, শেখ মাকছুদুর রহমান মুকুল, মতিয়ার রহমান প্রমুখ।