চন্দ্রগন্জ থানা প্রতিনিধিঃ চন্দ্রগন্জ থানা অদীন ১৩নং দিঘলী ইউনিয়ন এর ০৯ নং ওয়ার্ড সানকি্ভাঙ্গাঁ ভাঙ্গাঁ রাস্তায় যুবসমাজের উদ্যোগে চলতেছে মেরামতের কাজ,এই এলাকায় বিভিন্ন স্থানে রাস্তায় চলচলের অনুপযোগী হয়ে পড়ে এবং সাথে অহরহ ঘটে দূর্ঘটনা,সাথে পুকুর থাকায় গাড়ি উল্টে গিয়া পুকুরে পড়ে তাতে প্রান হানির আসংকা থাকে,এই বিষয় নিয়া অনেক বার চেয়ারম্যান ও মেম্বারকে জানানো হয়, তারা কাজ করে দিবে দিচ্ছি বলে এখনো কোন কাজ করে নাই,তাই এলাকার যুবকরা বলে রাস্তাটা সবার চলাচলের পথ,এই রাস্তার একটা দূর্ঘটনায় যদি কারো প্রান হানি হয় তাহলে সেটা দায় আমরা কেউ দিতে পারবো না,তাই দূর্ঘটনার চিন্তা মাথা রেখে তারা নিজেরা শ্রম ও কিছু কিছু করে টাকা তুলে রাস্তার কাজ করে যাচ্ছে, তারা আরো বলেন আমাদের এই কাজ দেখে অন্যরা ও উৎসাহিত হয়ে তাদের নিজ এলাকার ছোট খাটো কাজ গুলা নিজেরা করবে,এলাকার কাজের প্রতি বা উন্নয়নের কথা যারা চিন্তা করবে তারা কখনো এলাকা বিরোধী কোন কাজ বা মাদকাসক্ত হবে না।