গোলাম সারওয়ার সজলঃ সাভারে ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে সাভার উপজেলার অন্তর্গত ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী দুদু মার্কেট কমিউনিটি সেন্টারে অত্র ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার দৃঢ় প্রচেষ্টার কারণে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে। এই সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে ও উন্নত দেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তিনি সাংগঠনিক কাঠামো আরো মজবুত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া কামনা করেন। উক্ত সভায় যুবলীগের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটির গঠনের ব্যাপারে অলোচনাসহ সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় অত্র ইউনিয়নের সভাপতি হাজী মোহাম্মদ তফিজ উদ্দিন সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সহ-সভাপতি আব্দুর রব যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ আল রাজি, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন খান,সাভার সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল,সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, যুবলীগ নেতা আবির মসুমসহ ভাকূতা ইউনিয়ন যুবলীগের সকল নেতাকর্মী।