সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়া নারীর সাথে দেখা করতে গিয়ে যুবক অপহরণ

0 ২৬০

নাসির উদ্দিন চট্টগ্রামঃ ফেইসবুকে পরিচয় হওয়া নারীর সঙ্গে দেখা করতে গিয়ে চট্টগ্রামে অপরহরণের শিকার হয়েছেন এক যুবক।
অপহরণের পর ওই যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি করেছিল প্রতারক চক্র।

অভিযোগ পেয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে অপহৃত ওই যুবককে উদ্ধার করেছে
অপহরণ চক্রের সঙ্গে জড়িত মাকসুদা শেখ (২৪) নামে এক নারীকে আটক করেছে। তবে অপহরণ চক্রের আরও দুই সদস্য পালিয়ে যায় বলে জানিয়েছে র‌্যাব।
সোমবার (২৯ জুন) অপহরণ চক্রের এক সদস্যকে আটক ও ভিকটিমকে উদ্ধারের বিষয়টি জানায় র‌্যাব-৭।
আটক মাকসুদা শেখ বাগেরহাট জেলার সদর উপজেলার সাইনবোর্ড এলাকার জাফর শেখের মেয়ে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন  বলেন, ফেইসবুকের মাধ্যমে পরিচয় হওয়া এ নারীর সঙ্গে দেখা করতে গিয়ে অপরহরণের শিকার হয়েছিলেন এক যুবক। তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছিল। অভিযোগ পেয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। অপহরণ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!