নোয়াখালী হাতিয়া ২০২২ শিক্ষা বর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে তুলে দেয়া হচ্ছে নতুন বই। বিনা মূল্যে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি।
শনিবার ও রবিবার (জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,হাতিয়ার সুনামধন্য বুড়িরচর আহমদিয়া আলিম মাদ্রাসায় ছাত্র -ছাত্রীদের মাঝে নতুন বই তুলে দেন মাদ্রাসা প্রধান মাওলানা মোঃ সুলতান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রী, অভিভাবক ও উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ অনেকেই।
নতুন বই পেয়ে ছাত্র-ছাত্রীরা খুশি, ছাত্র-ছাত্রীদের অনেকে বলেন বছরের শুরুতে বই পেয়ে সময়কে কাজে লাগিয়ে নিজেদের ২০২২ ইং সালকে নতুন কিছু উপহার দিবে তারা।
শিক্ষকরা জানান, বছরের শুরুতে ছাত্র -ছাত্রীদের হাতে বই তুলে দিতে পেরে আমরা অনেক বেশি খুশি।এবং বছরের শুরু থেকে আমরা ছাত্র-ছাত্রীদের নতুন বছরের নতুন আঙ্গিকে শিক্ষা প্রদান করবো।ন
এইসময় সরকারের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা।