
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমানকে গোয়েন্দা বিভাগের (উত্তর) পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।মঈনুর রহমানের পরিবর্তে পাহাড়তলী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে ডিবি উত্তরের পরিদর্শক মো. হাসান ইমামকে দায়িত্ব দেওয়া হয়েছে।সোমবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সাক্ষরিত এক অফিস আদেশে এসব বদলির আদেশ দেওয়া হয়।একই আদেশে আর্মড পুলিশের পরিদর্শক জহিরুল হককে বন্দর পুলিশ লাইন্সের ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে তাদের বদলি করা হয়েছে।