সিএমপি’র আকবরশাহ্ থানার অভিযানে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে অবৈধ অস্ত্রশস্ত্র সহ ০৪ জন গ্রেফতার।গতকাল এসআই(নিঃ)/টিকলু কুমার পাল তাহার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় সিয়েরা-৪৪(নৈশ) ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ্ থানাধীন বি-ব্লকস্থ গোলাম আলী শাহ কবরস্থান লেইন জানাযার মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি টিপ ছোরা,০১টি রাম দা,০১টি লোহার তৈরী চেনা ও ০১টি কিরিচ সহ রাকিবুল হাসান জাহিদ(২১),মোঃ মাহফুজ(১৯),মোঃ সুজন(২১) ও জাহেদুল ইসলাম তানজিত প্রঃ প্যাকেজ জাহেদ(২০)কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আকবরশাহ্ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।