সিএমপির নবনির্মিত ব্যারাক উদ্বোধন

0 ২৪১

নাসির উদ্দিন চট্টগ্রামঃ পুলিশ সদস্যদের আবাসিক সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মনসুরাবাদ পুলিশ লাইন্সে নির্মাণ করা হলো ০৩টি ব্যারাক। অদ্য ০৬-০৭-২০২০ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মনসুরাবাদ পুলিশ লাইন্সে নির্মিত ব্যারাক সমূহের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম। সদ্য নির্মিত এই ব্যারাক সমূহে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১০০ জন সদস্যের আবাসিক সুবিধা নিশ্চিত হবে। করোনার এই ক্রান্তিকালীন সমযে পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এবং উন্নত পরিবেশে সুন্দর ও সুস্থ জীবনযাত্রার প্রয়াসে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!