রিয়াদুল মামুন সোহাগঃ চট্টগ্রাম সিএমপির বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দিন পিপিএম এর নেতৃত্বে টীম বাকলিয়া অদ্য ০৫/১১/২০২০ খ্রী. ১২ঃ৩৫ ঘটিকায় চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুর রাজ্জাক (২১)কে আটক করেন।এসময় তার নিকট থাকা ব্যাগ হতে একটি বিদেশী পিস্তল ও দুইটি ম্যাগাজিন জব্দ করা হয়।জিজ্ঞাসাবাদে সে জানায়,উক্ত পিস্তলটি ঢাকা অবস্থানরত অপর এক ইয়াবা ব্যবসায়ীর নিকট হতে সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত জনৈক ইয়াবা ব্যবসায়ী মোঃ কামাল(৪০)এর নিকট হস্তান্তর করার কথা ছিল।তার দেওয়া তথ্য মতে টেকনাফ থানা পুলিশের সহায়তায় হ্নীলা লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী মোঃ কামাল’কে গ্রেফতার করা হয়।গ্রেফতার কৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।