সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার অভিযানে চোরাইকৃত নগদ টাকা,স্বর্ণালংকার ও চোরাইকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি সহ ০৩ সদস্য গ্রেফতার।

0 ২০০

সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার অভিযানে চোরাইকৃত নগদ টাকা,স্বর্ণালংকার ও চোরাইকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি সহ ০৩ সদস্য গ্রেফতার।মামলার বাদী মোছাঃ জেসমিন আক্তার (৩৫) পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গ্রামের বাড়ী রাউজান বেড়াতে যায়।সেই সুযোগে অজ্ঞাতনামা চোর সদস্যরা গত ১৫/০৭/২০২১ইং তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকা হতে ২৯/০৭/২০২১ইং তারিখ রাত অনুমান ০৪.২০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন মোহাম্মদনগর ৫নং রোড নাছির উদ্দিন বিল্ডিয়ের ২য় তলাস্থ বাদীর বাসা হতে নগদ টাকা,স্বর্ণালংকার ও মালামাল সমূহ চুরি করে নিয়ে যায়।এই বিষয়ে বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।পরবর্তীতে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে বায়েজিদ বোস্তামী থানার টিম চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে উক্ত ঘটনার সাথে জড়িত চোরাইকৃত টাকা, স্বর্ণালংকার ও চোরাইকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি সহ মোঃ আব্দুল করিম (৩২), মোঃ জাবেদ (৩৬) ও মোঃ রুবেল (২৫) কে গ্রেফতার করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!