সিরাজগঞ্জের তারাশ উপজেলার ৮ নং দেশিগ্রাম ইউনিয়নে ৫ জানুয়ারি ইউ পি নির্বাচন কে কেন্দ্র করে বেড়েই চলছে সহিংসতা
জানাযায় গত ৩০শে ডিসেম্বর দেওড়া ইল্লি পাড়া বাজারে একটি চা দোকানে দেশিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও কয়েকজন মিলে চা খাচ্ছিলেন সেই মূহুর্তে ৮থেকে ৯টি মোটরসাইকেলে ১৬-১৭জন নৌকার সমর্থন লোক এসে কোন কিছু বোঝার আগেই অতর্কিত ভাবে নজরুল ইসলামের ও সেখানে থাকা সবার উপর হামলা চালায় এতে সাইফুল ইসলাম (৪৫)নামে তার মাথা ফেটেযায়,জয়নাল আবেদীন(৩২),ও শামিম ইসলাম (৩২)তাদের দুজনের হাত ভেংগে যায়,পড়ে চা দোকানে ও ভাংচুর চালিয়ে প্রায় ২০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়,
অসুস্থ ব্যাক্তিদের তাৎক্ষিক ভাবে তাদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়, তাদের ভিতরে দুজনের অবস্থা খুব আসংখ্যা জনক,এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, এঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম বলেন, ও যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ তাজেম রেজা বলেন, এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলেন, এব্যাপারে স্বতন্ত্র আনারস মার্কা পদপ্রার্থীর সাথে কথা বললে তিনি বলেন, ও মোবাইলে নৌকার প্রার্থী জনাব মোঃ আব্দুল কুদ্দুস সরকারে সাথে কথা বললে তিনি মোবাইলে বলেন।