সিরাজগঞ্জে র‌্যাব-১২ অভিযানে ৩৫২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0 ২১৩

 

মোঃ শাহাদত হোসেনঃ সিরাজগঞ্জের সদর থানাধীন সদানন্দপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।বুধবার(২৫ নভেম্বর) ভোরে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর গাফফারুজ্জামান ও স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সদানন্দপুর সোনালী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপরে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।এ সময় তার কাছ থেকে ৩৫২ বোতল ফেন্সিডিল,০১টি মোবাইল ও ০১ টি সিম কার্ড উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামী- মোঃ রুবেল হোসেন(৩০),পিতা-মোঃ সোলেমান, সাং-বারকোনা স্তাবনগর, থানা-ফুলবাড়িয়া, জেলা- দিনাজপুর ।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(b) ১ (b) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!