সীতাকুণ্ড সমুদ্র সৈকত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কুমিরা নৌ-পুলিশ।  

0 ৬৩৫,৪৩৩

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কুমিরা নৌ-পুলিশ।মঙ্গলবার(৮ আগস্ট)দুপুর ১২টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ১ নম্বর কদম রসুল ওয়ার্ডের পরিত্যক্ত প্রাইম শীপ ব্রেকিং ইয়ার্ড সংলগ্ন বীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মো নাছির উদ্দিন জানান,একটি পরিত্যক্ত শীপ ইয়ার্ড পাশে বীচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।মরদেহটি ফুলে যাওয়ায় এখনও পরিচয় শনাক্ত করা যায়নি।
যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছরের মধ্যে হবে।সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক)হাসপাতালে পাঠানো হয়েছে।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!