নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগে কাদরা ইউপি’র মতিমিয়ার হাট বাজারে মক্কা ট্রেডার্সে আজ বুধবার সকাল ১১ টার দিকে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্ভোধন করা হয়েছে।এতে অনুষ্ঠানটি চাঁদপুর হালিমা-সাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার কামাল হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন,সেনবাগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার বদিউল আলম।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,ডাচ-বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার আবুল হাসনাত। আরো বক্তব্য রাখেন,মতিমিয়ার হাট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।