সড়কে চলাচলের অনুমিত পেয়েছে টেম্পু আর নিষিদ্ধ করা হয়েছে ব্যাটারি চালিত টমটম।

0 ২৪৩

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম শহরের বিভিন্ন সড়কে চলমান টমটম হাইকোর্ট থেকেই নিষিদ্ধ এবং অবৈধ বলা হয়েছে । এরপরও বন্ধ ছিল না এসব টমটম। দাবড়ে বেড়িয়েছে শহরের অলি-গলি থেকে থেকে মূল সড়ক পর্যন্ত। এরমধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এই সব রোড টমটম, ব্যাটারিচালিত রিকশা বন্ধ করতেই বিকল্প হিসেবে কয়েকমাস আগেই গ্যাসচালিত টেম্পো (টমটমের অনুরূপ) এই যানবাহন রাস্তায় নামানো হয়েছে, যা পরীক্ষিত ও সরকার অনুমোদিত। ‘টেম্পো’ হিসেবে নিবন্ধন দিয়েছে। মূল সড়কে ঝুঁকিপূর্ণ টমটম চলাচল বন্ধ করে দেয়া হলে ‘টেম্পো’ নামের এক ধরনের গাড়ি রেজিস্ট্রেশন দিয়ে বৈধতা ও রেজিস্ট্রেশন দিয়েছে বিআরটিএ। বিআরটিএ কর্মকর্তার দাবি, তিন চাকার এই যানটি রাস্তায় চলাচলের জন্য বিআরটিএ অনুমোদন দিয়েছে। শর্ত হচ্ছে : মূল সড়কের (বড় রাস্তার) পরিবর্তে চলাচল করতে পারবে শুধু ছোট ও কম ব্যস্ত রাস্তায়। চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি মাহাবুব আলম সুমন জানান নগরীর পতেঙ্গার ১৯, ২০,২১ নাম্বার রোড পর্যন্ত চলাচলের লিখিত অনুমিত ইতোমধ্যে আমরা পেয়েছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!