পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্দ্বীপ হরিশপুর ইউনিয়ন পরিষদের উদ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ হরিশপুর ইউনিয়ন পরিষদের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হরিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ,ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন,জনন্দিত পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুর রাজী টিটু,আমানউল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,বাউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান,হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন,সন্দ্বীপ উপজেলা যুবলীগ সভাপতি ছিদ্দিকুর রহমান,উপজেলা কৃষক লীগের সভাপতি কামরুল হাসান আলাল,সন্দ্বীপ পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান জাবেদ,কালাপানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান আরমান সহ হরিশপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।