হাতিয়ায় মাসিক সভা

0 ১৮৯

হাতিয়া উপজেলা প্রতিনিধি: হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে,মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন এর সভাপতিত্বে,সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইসচেয়ারম্যান মমতাজ বেগম লাভলী,উপজেলা নির্বাহী অফিসার মো.ইমরান হোসেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহজাহান, উপজেলা কৃষি বিদ ও কৃষি অফিসার মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম সহ সকল সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদের সচিবগণ। সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন,ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের নির্দেশনা মেনে এবং সরকারি রেজিষ্ট্রেশন ফাইল গুলো সঠিক ভাবে পূরণ করতে হবে। এছাড়া তিনি আরও বলেন,বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতা নিয়ে কোন মানুষ হয়রানির শিকার না হয়। সে দিকে নজর রাখতে নির্দেশ দেন ইউনিয়ন সচিবদের। সভায় উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন বলেন,হাতিয়ার শিক্ষার গুণগত মান বাড়ছে এবং আরও বাড়াতে হবে এছাড়া হাতিয়াকে একটি ডিজিটাল উপজেলা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবো এটা আমাদের একমাত্র প্রত্যাশা। এছাড়া তিনি আরও বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা প্রবেশ করা কালে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে আসে, মুখে মাস্ক ব্যবহার করতে হবে। বর্তমানে হাতিয়া উপজেলা সন্ত্রাস, চাঁদাবাজ,মাদক মুক্ত এলাকায় পরিনত হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!