নোয়াখালী দ্বীপ হাতিয়ায় ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার (১০ জানুয়ারি) দুপুর বেলা হাতিয়া উপজেলাধীন ওছখালী ব্রিকফিল্ট বাজার সংলগ্ন প্রধান সড়কে একটি টমটম গাড়ি তল্লাশি করে ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত মাছ গুলো উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহজাহান এবং উপজেলা মৎস্য অফিসার অনিল চন্দ্র দাস এর উপস্থিতিতে তমরদ্দি কোস্ট গার্ড পল্টনের সামনে গরীব অসহায় হতদরিদ্র পরিবারের লোকজন এবং এতিমখানায় বিতরণ করা হয়।