ঈদকে সামনে রেখে চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে চট্টগ্রাম জেলা পরিষদের সাথে আলোচনা করেন আমরা সন্দ্বীপবাসী ও সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্টের নেতৃবৃন্দ। জেলা পরিষদের ইজারাদার কর্তৃক স্পিড বোটের ৫০ টাকা বর্ধিত ভাড়া কমানো, মালবোট সার্ভিস বোটেরও বর্ধিত ভাড়া প্রত্যাহার ও যাত্রীদের ২০ কেজি পর্যন্ত মালের ভাড়া ফ্রি করা, ঘাট শ্রমীকদের নেইম প্লেটসহ ড্রেস দেয়া, ভ্যান ভাড়া যাত্রী প্রতি ৫ টাকা করাসহ ১০ টি দাবী লিখিত উত্থাপন করেন সন্দ্বীপের যাত্রীরা।
মঙ্গলবার প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল প্রায় দুই ঘন্টা ধরে আলোচনা করেন আন্দোলনকারী যাত্রীদের সাথে। এসময় প্রজেক্টরের মাধ্যমে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌযাতায়াতের দুর্ভোগ চিত্রগুলো জেলা পরিষদের সামনে উপস্থাপন করা হয়।
স্পিড বোটের বর্ধিত ভাড়া প্রত্যাহার করার অনুরোধ জানালে জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেন, এ নৌরুটে স্পিড বোটের অনুমোদন নেই। আপনারা স্পিড বোট বয়কট করুন। সরকারি জাহাজে চলাচল করুন। তিনি ঘাটের প্রকৃত চিত্র তুলে ধরতে আন্দোলনকারীদের মধ্য থেকে ৫ জনকে দায়িত্ব নিতে বলেন। যারা আগামী কয়েকদিনের মধ্যে ঘাটের সম্পূর্ণ চিত্র জেলা পরিষদের কাছে তুলে ধরবে সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে। এছাড়া তিনি আরো বলেন ১০ জন তরুন এগিয়ে এলে তিনি বর্তমান ইজারাদারকেও পরিবর্তন করে তরুনদের হাতে ঘাট পরিচালনার দায়িত্ব তুলে দিবেন।
আমরা সন্দ্বীপবাসী ও সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্টদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সালেহ নোমান, এডভোকেট আকবর, মোসাদ্দেক আহমেদ, আমজাদ হোসেন, ইঞ্জিনিয়ার শাকিল, ওমর ফয়সাল, খাদেমুল ইসলাম, আবু রায়হান তানিন, এডভোকেট রুবেল, ইকবাল মালেক, ইয়াসির আরাফাত বাপ্পি, শামছুল আজম মুন্না প্রমুখ।