রাশেদুল হাসানঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা
১৮/০৯/২০২০ইং রাত ১১.০০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর এর অফিসার ইনচার্জ জনাব এ কে ফজলুল হক স্যারের নেতৃত্বে এসআই/মোঃ এহ্তেশামুল হক, এএসআই/মোঃ বাকের হোসেন, এএসআই/মোঃ সুলতান মাহবুব ও সঙ্গীয় ফোর্স লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন ০১নং উত্তর চর আবাবিল ইউপির ০৬নং ওয়ার্ড চর আবাবিল ঢালী বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২৫০ (দুইশত পঞ্চাশ) পিচ বিয়ার ক্যানসহ আসামী মোঃ মিজানুর রহমান ঢালী (৩৫), পিং-মোঃ ফজলুল করিম ঢালী, মাতা-মনোয়ারা বেগম, সাং-চর আবাবিল (ঢালী বাড়ী), ০৬নং ওয়ার্ড, ০১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুরকে গ্রেফতার করেন । এসময় দৈনিক মাতৃ জগত পত্রিকা জেলা প্রতিনিধিকে জানান ।সে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চিহ্নিত বিয়ার ব্যবসায়ী।