আব্দুল করিমঃ ষোলশহরের আমিন জুট মিলের পাশে রেলওয়ের জায়গা দখল করে গড়ে তোলা ৩৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে।সোমবার(৩১আগস্ট)সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ষোলশহরের নাজিরহাট সেকশনের রেল লাইনের দুই পাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান ও ভূ-সম্পত্তি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ ও আরএনবির ৮১ জন সদস্য অংশ নেন।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর করিম বলেন,নাজির হাট সেকশনে রেলওয়ের কি.মি নম্বর ৮/৭ থেকে ৮/৮ এর মধ্যে রেললাইনের দুইপাশে সেমিপাকা ও আধা সেমিপাকা মিলিয়ে ৩৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।জমি উদ্ধার হয় দশমিক ৯৮ একর।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক জানান,একটি সিন্ডিকেট রেলওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে রেখেছিলো।রেললাইন ঘেঁষে এ ধরণের স্থাপনা ঝুঁকিপূর্ণ এবং বিপদজনক।তিনি বলেন,উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় ৩৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।রেলওয়ের প্রায় ১ একর জায়গা দখলমুক্ত করে রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হয়েছে।