অনুমতি ছাড়াই পটিয়ার কাগজী পাড়ায় কোরবানি পশুর বাজার বসানো নিয়ে উত্তেজনা,বন্ধ করার দাবি এলাকাবাসীর

0 ১৯৮

সেলিম চৌধুরী,পটিয়াঃ সরকারের বিধিনিষেদ উপেক্ষা করে পটিয়া পৌরসভার অনুমতি ছাড়াই চট্টগ্রামের পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাগজি পাড়া- নাইখাইন রাস্তার মাথা পর্যন্ত কোরবানি পশুর বাজার বসানোকে কেন্দ্র করে এলাকার সর্বশ্রেণীর মানুষের মাঝে ক্ষোব দেখা দিয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার হল টু ডে একটি অনুষ্ঠানে। এ অনুষ্ঠানে প্রশাসনের সকল কর্মকর্তা  ও সকল জনপ্রতিনিধির উপস্থিতে জাতীয় সংসদের মাননীয় হুইপ পটিয়ার এমপি আলহাজ্ব শামসুল হক চৌধুরী ঘোষণা দিয়েছেন সরকারের স্বাস্থ্যবিধি মেনে একটি পশুর বাজার বসবে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে। পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা ও পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদসহ সবাই উপস্থিত ছিলেন। কিন্তু একটি সিন্ডিকেট হুইপ ও প্রশাসনের আদেশ অমান্য করে করোনা ভাইরাসের মধ্যে আজ ২৪ জুলাই শুক্রবার কাগজি পাড়া- নাইখাইন রাস্তার পর্যন্ত কোরবানি পশুর বাজার বসানোর প্রস্তুতি নিচ্ছে এতে জনমনে ক্ষোব দেখা দিয়েছে। পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক জানান অবৈধ ভাবে কেউই  পশুর বাজার বসানো আইনত দণ্ডনীয় অপরাধ উক্ত এলাকায় পশুর বাজার বসানো কোন সিদ্ধান্ত দেয়নি পৌর কতৃপক্ষ ও পটিয়া প্রশাস এমনকি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরীও।  তিনি এ ব্যাপারে প্রশাসনকে  করোনা সংক্রমণরোধে পশুর বাজার বন্ধ করার দাবি জানান, পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মীর আবদুল আউয়াল জানিয়েছেন সে পৌর মেয়রের সাথে কথা বলেছেন কাগজী পাড়া এলাকায় কোরবানি পশুর বাজার বসানো অনুমতি না দেওয়ার পরেও হাট বসানো হচ্ছে। তিনি করোনাভাইরাসের থেকে রক্ষা করতে এ পশুর বাজার বসানো বন্ধ করার দাবি জানান, রিভিউ মানবাধিকার পটিয়া 

সাধারণ সম্পাদক সরকার কটোর অবস্থান নিয়েছে যেখানে সেখানে পশুর বাজার বসানো উপর বিধিনিষেদ আছে। কিন্তু কাগজী পাড়া এলাকায় পশুর বাজার বসানোর ফলে করোনা ভাইরাস স্বাস্থ্যবিধি অমান্য হচ্ছে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। পটিয়া পৌরসভা এলডিপির সাংগটনিক সম্পাদক সাইফুর রহমান জানান অবৈধ কোরবানি পশুর বাজার বন্ধ করার জোর  দাবি জানান। এলাকার সচেতন যুবক মোঃ জমির সামাজিক যোগাযোগ মাধ্যেমে ফেসবুকের কোরবানির পশুর বাজারের ব্যানার ও গরুর ছবি পোষ্ট করেন  এতে সে এমপি, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেন এ কোরবানি পশুর বাজার বসানো বন্ধ করার জন্য। পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা এ বিষয়ে জানান, সরকারের সিদ্ধান্ত অমান্য করে যে কেউ যেখানে সেখানে কোরবানি পশুর বাজার বসানো যাবেনা। যারা সরকারের সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!