অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদফতর।

0 ৫০৯,৮৫৩

নগরের বায়েজিদে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদফতর।মঙ্গলবার(৬ সেপ্টেম্বর)পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন বাদী হয়ে বায়েজিদ থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন,মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব(৫৫),মোস্তাক আহমেদ(৪৮),আজিজুল হক(৩৫),আবদুল মান্নান(৩৫),আবদুল মাবুদ(৪৫),ইমরান হোসেন(৫০),আনছার উল্লাহ(৩৮),রোকেয়া বেগম(৩৫),সিপতাহুল জান্নাত(২০),কামরুন নাহার(২৪),দেলোয়ার হোসেন(৭০)।

 

পরিবেশ অধিদফতরের পরিচালক(মেট্রো)হিল্লোল বিশ্বাস লানিউজকে বলেন,পাহাড় কাটার জন্য কোনো অনুমতিও নেয়নি তারা।নির্বিচারে পাহাড় কাটার ফলে পরিবেশ মারাত্মক ক্ষতিসাধন হয়েছে।এ বিষয়ে অভিযুক্তদের শুনানীর জন্য নোটিশ দেওয়া হলেও তারা উপস্থিত হননি।সার্বিক বিবেচনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!