অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

0 ১,০০০,২৯৭

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

নগরের মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠের শহীদ মিনার এবং দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক)শ্যামল কুমার নাথ,অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ)সানা শামিনুর রহমান,উপ-পুলিশ কমিশনার(সদর)আমির জাফর সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার,সহকারী পুলিশ কমিশনার ও সর্বস্তরের পুলিশ সদস্যবৃন্দ।

সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে শহিদদের প্রতি ভালবাসা নিবেদন করতে পারে সে লক্ষে শহীদ মিনার এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!