আখাউড়ায় ইউপি নির্বাচনে এক মঞ্চে সকল প্রার্থী

0 ১৪০
আখাউড়া উপজেলা প্রতিনিধি আজ দুপুরের দিকে দেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের একমঞ্চে এনে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ৷উপজেলার মোগড়া ইউপির মোগড়া হাইস্কুল মাঠে এ জনসভায় প্রত্যেক প্রার্থীদের নিকট হতে নির্বাচনে কোন অনিয়ম,দুর্নীতি,খেলা হবে না এবং জয়লাভ করলে ও পরাজিত হলে সবাই এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এ বিষয়ে সবার কমিটম্যান্ট আদায় করা হয়৷নির্বাচনের পরে ও সরকারি ভূর্তুকি,ভাতা,কাবি খা,টি- আর সঠিক ও সুষ্ঠু ভাবে বিলি বন্টন হবে এ ব্যপারে সব প্রার্থী একই সুরে বক্তব্য প্রদান করেন ৷
এ সময়ে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, রোমানা আক্তার, কসবা- আখাউড়ার সার্কেল এএসপি নাহিদুর রহমান, আখাউড়া থানার (ওসি) মীজানুর রহমান, ওসি (তদন্ত) আব্দুল খালেক তালুকদার, অত্র ইউপির সব স্তরের প্রার্থীগণ, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারন কৌতুহলী জনগণ ৷ এ সময় সব প্রার্থীরা একই মঞ্চে উঠে হাত তোলে একাগ্রতা প্রকাশ করেন ৷ এ সফল ও ব্যতিক্রম ধর্মী সভার সঞ্চালনায় ছিলেন, আখাউড়া থানার এস আই নিতাই দাস৷ উল্লেখ্য যে, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের নির্বাচনী এলাকা কসবা-আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া-৪) এ আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর-২১ ইং তারিখে৷ তিনি বিগত কিছুদিন আগে একটি জনভায় এ গুরুত্বপূর্ণ নির্বাচনকে সম্পূর্ণ কুলুষ মুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার জন্য দলীয় নেতা- কর্মী ও প্রশাসনকে নির্দেশ দেন৷

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!