আখাউড়া মাংস দোকানীকে সহ ৫ জন কে জরিমানা

0 ২৫৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর শহরের সড়ক বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে।মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত মূল্য এবং লাইসেন্স না থাকার দায়ে ৪ মাংস ১ কাপরের দোকানীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার(০৯ ফেব্রুয়ারি)দুপুরে পৌরশহরে সড়ক বাজারে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মোঃ সাইফুল ইসলাম।

জরিমানাকৃত দোকানী হলো-সুমন মিয়া,৭ হাজার টাকা,বিল্লাল হোসেন ৭ হাজার টাকা,মান্না মালদার ৩ হাজার টাকা ও শাহীন ভূইয়া ৩ হাজার টাকা।এবং এক কাপরের দোকানীর মুখে মাক্স না-থাকার কারণে, মহন মিয়া কে ২০০ টাকা জরিমানা করেন।

আদালত সূত্রে জানা যায়,আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য বিধি না মেনে মাংস বিক্রি করছিল ব্যবসায়ীরা।এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ৪ টি দোকানদার মাংস বিক্রির লাইসেন্স ছিল না।দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা ছিল না।তাছাড়া অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি করছিল।ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা এবং পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ৮ (১) ও ৯ (১) ধারায় ওই ব্যবসায়ীদেরকে বিভিন্ন অঙ্কে জরিমানা করেন।

আখাউড়া থানা পুলিশের সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার সানজিদা আক্তার।এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, অতিরিক্ত মূল্য, অস্বাস্থ্যকার পরিবেশসহ বিভিন্ন কারণে দোকানীকে জরিমানা করা হয়েছে।বাজার নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!