আগ্রাবাদ জাম্বুরী মাঠ সরকারি (বহুতলা) কলোনি এসোসিয়েশন প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।

0 ২৪২

রিয়াদুল মামুন সোহাগঃ চট্টগ্রাম নগরী ডাবলমুড়িং থানাধীন ২৪ নং ওয়ার্ডে আগ্রাবাদ জাম্বুরি মাঠ সরকারি(বহুতলা)কলোনী এসোসিয়েশন আয়োজনে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেন এসোসিয়েশন একাদশ বনাম উপদেষ্টা একাদশ।বর্তমান করোনা সংকটের মধ্যে দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে ফুটবল প্রীতি ম্যাচ।এ যেন এক মিলন মেলা বয়সের বেধা বেধ না রেখে না ছোট বড় সবাই মিলে নামলো মাঠে।খেলায় এসোসিয়েশন একাদশ ০৩ গোল ও উপদেষ্টা একাদশ ০২ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হলেন অ্যাসোসিয়েশন একাদশ।

শুভ উদ্বোধনে ও পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক,দানবীর ও শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব আবুল হোসেন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রনঞ্জীৎ চন্দ্র দাস,এবং বিশিষ্ট চিকিৎসক ও কলোনীর প্রবীণ বাসিন্দা,উপস্থিত রয়েছেন।

ফুটবল প্রীতি ম্যাচ সার্বিক সহযোগিতায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া,সভাপতি সরকারি কলোনি এসোসিয়েশন ও রাজস্ব কর্মকর্তা কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট, উপস্থিত রয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সভাপতি,জাতীয় মাতৃজগত পত্রিকার সহ-সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের ভাইস চেয়ারম্যান শিব্বির আহমেদ ওসমান,জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান ও বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠেনর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ।

ম্যাচ রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন,সারোয়ার জাহান,সহকারী রেফারী হিসেবে ছিলেন নাসির উদ্দিন ও ইমরান সরকার।প্রীতি ম্যাচে সম্মানী চ্যাম্পিয়ন টফি বুঝে নেন এসোসিয়েশন একাদশ খেলোয়ার,মোশারফ হোসেন,আক্তার হোসেন,অমিত বিকাশ দাস,বাবুল আহমেদ,নুরুল ইসলাম স্বপন, ওমর ফারুক,কাজে কাউসার, নজরুল ইসলাম,মোঃ শাহজাহান,মোস্তাফা জসীম উদ্দীন, রাজু আহমেদ, শিহাব উদ্দিন,একরাম হোসেন, আবু মুসা ও বাবুল হোসেন।

রানার্স আপ ট্রফি বুঝে নেন উপদেষ্টা একাদশ খেলোয়ার দলনেতা শফিকুল ইসলাম,নজরুল ইসলাম,নাসির উদ্দিন সরকার, জাহাঙ্গীর আলম এস আর ভূইয়া,নাসির উদ্দিন, জহিরুল ইসলাম, আক্তার হোসেন, বাবুল,আব্দুর রব, দেলোয়ার রাজু আহমেদ

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!