আলীকদমে হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাউল বিতরণ ও বিক্রি শুরু হয়েছে।

0 ২২১

আলীকদম উপজেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে সৃষ্ট সংকটের কারণে অসহায় হয়ে পড়া মানুষের জন্য খোলা বাজারে (ওএসএম) ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার (২৪ মার্চ ) সকালে ১০ ঘটিকায় আলীকদম চৈক্ষ্যং এ রেপার পাড়া বাজার হাসমত উল্লাহ হাসান ৪টি ওয়ার্ডে ও মোহাম্মদ জামাল উদ্দীন ৫টি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু করা হয় প্রতি মাসে মঙ্গলবার,বুধবার, বৃহঃবার এই তিন দিন চাউল বিতরণ করা হয়। এমতাবস্থায়,বান্দরবান আলীকদমে ছিনারী বাজারের (ওএমএস) ডিলার মোহাম্মদ জামাল উদ্দীন দোকানে কার্যক্রমটির উদ্বোধন করেন,মোহাম্মদ আলমগীর সহকারী ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার আলীকদম উপজেলা। এই সময়, উপস্থিত ছিলেন,২নং চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রহমান, ২নং চৈক্ষ্যং ইউ,পি,আওয়ামীলীগের সভাপতি, উনুমং মার্মা, ছিনারী বাজারের (ওএমএস) ডিলার মালিক, মোহাম্মদ জামাল উদ্দীন,২নং চৈক্ষ্যং ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আইয়ুব ইসলাম,রোজিনা আক্তারসহ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশেষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে আলীকদমে বিভিন্ন চাউলের ডিলার থেকে প্রত্যকটি ওয়ার্ডের স্পটে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে। তবে,ছিনারী বাজার ডিলার থেকে ৫,৬,৭,৮,৯ ওয়ার্ড অসহায় হয়ে পড়া মানুষের মাঝে ৩১০ ও হাসমত উল্লাহ হাসান ডিলার থেকে ১,২,৩,৪ ওয়ার্ড থেকে ১২০ জনকে চাউল বিতরণ করা হবে। তবে একজন ভোক্তা তার জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সপ্তাহে পাঁচ কেজি চাল কিনতে পারবেন। আর প্রতি মাসে সোমবার, মঙ্গল ও বুধবার ১০ টাকা হারে এসব চাল বিতরণ করা হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে বিতরণ কার্যক্রম। সহকারী ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার মোহাম্মদ আলমগীর বলেন, করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন সময়ে জনসাধারণ গৃহে অবস্থান করায় শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে, তাই কর্মহীন মানুষের জন্য সরকারের এই ওএমএস চাল বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এই কার্যক্রমে গরীব ও অসহায় মানুষ ১০ টাকা দিয়ে প্রতি কেজি চাল পাবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!