ইউক্রেনে আরও সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

0 ২৬৮,৯০২

রুশ হামলা মোকাবেলায় ইউক্রেনে আরও ২৭০ মিলিয়ন মার্কিন ডলার নিরাপত্তা সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।এ সহায়তার মাধ্যমে ইউক্রেনে আরও মাঝারি-আকারের রকেট ও ড্রোন সরবরাহ করা হবে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরুর পর এখনও পর্যন্ত মোট ৮ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এছাড়াও ইউক্রেনে অর্থনীতি ও নিরাপত্তার জন্য আরও ৪০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়া হয়েছে।

হোয়াইট হাউজ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কো-অর্ডিনেটর ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস এর পরিচালক জন কিরবি বলেন, ইউক্রেনে সরকার ও নাগরিকদের সুরক্ষায় যতদিন প্রয়োজন ততদিন সহায়তা চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!