ইডকলের রুফটপ সলার সিস্টেম সম্ভাবনা এবং সুবিধা বিষয়ক কর্মশালা।

0 ৬৮৮,০১৭

রুফটপ সলার সিস্টেম সম্ভাবনা এবং সুবিধা বিষয়ক কর্মশালা ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কোম্পানি লিমিটেড(ইডকল)গতকাল ৭ই মার্চ(মঙ্গলবার)চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের ওপর এক কর্মশালার আয়োজন করে।চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি(সিসিসিআই)এর সদস্যদের মাঝে রুফটপ সোলার প্রযুক্তিকে উৎসাহিত করাই ছিল কর্মশালার উদ্দেশ্য।

গ্রিডের তুলনায় সোলার রুফটপ এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ব্যায় কম।বিদ্যুতের মূল্য ভবিষ্যতে বাড়তে পারে বিবেচনায় সোলার রুফটপ থেকে উৎপাদিত বিদ্যুৎ অর্থনৈতিকভাবে আরও সাশ্রয়ী হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান
নর্বিাহী কর্মকর্তা আলমগীর মোরসেদ এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(সিসিসিআই)সভাপতি মাহবুবুল আলম।তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানী উৎস থেকে ৪,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নর্বিাহী কর্মকর্তা আলমগীর মোরসেদ বলেন,নবায়নযোগ্য শক্তি প্রকল্পের অধীনে, ইডকল শুধুমাত্র বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে কম খরচে অর্থায়নই করে না,বরং শিল্প প্রতিষ্ঠানগুলিকে প্রযুক্তিগত সহায়তা,মানসম্পন্ন সরঞ্জাম ক্রয় এবং সক্ষমতা বৃদ্ধিও প্রদান করে,যা এই সেক্টরের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।রুফটপ সোলার উৎস থেকে বাংলাদেশের ৪,০০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।ইডকল ২০২৫ সাল নাগাদ ৩০০ মেগাওয়াটপিক রুফটপ সোলার প্রকল্পে অর্থায়ন করার লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!