ইসমত আরা কোহিনুর এর “হারিয়ে খুঁজি তাকে”

0 ২২৭

হারিয়ে খুঁজি তাকে
================
সেই কবে থেকে খুঁজছি তোমায়
স্মৃতির এলবামের একেকটি পৃষ্ঠা –
উল্টেপাল্টে দেখছি বারংবার।
কোথায় কোন ফাঁকে ওঁৎপেতে আছো –
আচানক চমকে দেবে বলে।

আজকাল বড্ডো একা লাগে…
ব্যাস্ততায় আত্মতৃপ্তির রসদ খুঁজে বেড়াই।
ওটুকুই তৃপ্তির আস্বাদ,বেশলাগে…
পরিতৃপ্ত।

যে চলে যায়- তাকে ফেরাতে অত কিসের দায় ?
থাকনা যে যার মতো–যাকনা যে যার নিকায়।
তাকে নিয়ে ভাবার- আমার কি দায় !!

তবুও বেশ লাগে সেই ফেরারী অতীত কে,
দায়িত্বের অদৃশ্য দেয়ালটা তখন ছিলই না।
বিবেকটা বড্ডো ছেলে মানুষ ছিল।

লাগামহীন বলগা হরিণের মতো
যা খুশি করার অফুরান অনুকূল সুযোগ।
পুরো পৃথিবী টাই আমার।

অনুবল আপন মহিমায়…
আমাকে সহ্য করার কঠিন দায়িত্বের বোঝা
আপন স্কন্ধে তুলে নিয়েছেন।

আমার ছেলবেলার মিষ্টি মধুর
ছোট্ট সরোবরে অবাধে….
দাবড়িয়ে বেড়ানোর স্বাধীনতা
নিশ্চিত করেছেন।

প্রভাতের মিষ্টি রোদের ঝলকানিতে
পথচলা শুরু- চঞ্চলতা -খুঁনসুটিতে
পড়ন্ত বিকেলের সোনাঝড়া রোদের
আদরের স্পর্শে ইতি টেনে
সুদূরে হারিয়ে যেতো।

আজ এবেলায় এসে ভাবি-
কোথায় হারিয়ে গেলো !!
যদি আবার ফিরে আসতো–

স্মৃতির পাতা হাতড়ে দেখি,
ফেলে আসা দিনগুলো
জ্বলজ্বল করছে এখনো।
হারিয়ে যায়নি কোথাও।

শুধু চাপা পড়ে আছে
বাস্তবতার অন্তরালে।
অবেলার অবসরের সঙ্গী হয়ে ।

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!