ঈদগাঁওতে হাতি রক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত

0 ৯৭

কক্সবাজার প্রতিনিধি, হাতি করলে সংরক্ষণ, রক্ষা হবে সবুজ বন ”এ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ভোমরিয়াঘোনা রেঞ্জের উদ্যোগে মানুষ-হাতি সংঘাত নিরসনে ও বন্যপ্রাণী রক্ষায় করনীয় বিষয়ক জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বের) দুপুরে রামু উপজেলা নির্বাহী অফিসার বাবু প্রণয় চাকমার সভাপতিত্বে ওই রেঞ্জের আওতাধীন পানেরছড়া ঢালা নামক পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

ভোমরিয়াঘোনা রেঞ্জের বিট কর্মকর্তা গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ঢালার মুখ জামে মসজিদের পেশ ইমাম মোঃ ইউসুফ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, হাতি আমাদের সম্পদ, হাতিসহ সব ধরনের বন্য প্রাণী রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। এছাড়া হাতি মারার ফাঁদ বসানোদের ধরিয়ে দেওয়ার আহবানও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে- সহকারী বন সংরক্ষক (উত্তর) ড. প্রান্তোষ চন্দ্র রায়, ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাব সভাপতি এস. এম. তারিকুল হাসান, ইউকে এফ আইডির উপ-পরিচালক শফিকুর রহমান, বন্য প্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মোঃ রাহাত হোসেন, রেঞ্জ অফিসারবৃন্দের পক্ষে মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, ভোমরিয়াঘোনার রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোছাইন খান রনি, ইদগড় রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ফুলছড়ির রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল, বাঁকখালীর রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান, ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আতিকুর রহমান মানিকসহ বন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা- কর্মচারী, সামাজিক বনায়নের উপকারভোগী, ভিলেজার, হেডম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!