এবার আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

0 ৯০০,০৩৩
এবার ‘আমজনতার দলে’ যোগ দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে হিরো আলম আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।
 
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি, তাই এবার স্বতন্ত্র নয়, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করব বলে আগে থেকেই ঠিক করেছিলাম।

এরইমধ্যে কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে। তবে আদর্শগত মিল না থাকায় আমি যোগ দিইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে বেশ কয়েকবার। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।
 

হিরো আলম আরও বলেন, সন্ধ্যায় আমি আনুষ্ঠানিকভাবে তারেক ভাইয়ের আমজনতার দলে যোগ দিয়েছি। আসন্ন সংসদ নির্বাচনে এ দল থেকেই প্রার্থী হবো। আজকেই সংবাদ সম্মেলন করে সব কিছু জানাবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!