এমপি কাজী নাবিলকে শুভেচ্ছা জানালেন যশোর সদরের ১১ নৌকার মাঝি

0 ১০১

যশোর জেলা প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়া ১১ জন চেয়ারম্যান প্রার্থী যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাজী নাবিল আহমেদের ঢাকার অফিসে তারা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল উপস্থিত ছিলেন।
আগামী ৫ জানুয়ারি যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড তাদের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন চূড়ান্ত করে। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে যশোর সদরের ১৫টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত ১৫ জন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়। যাদের মধ্যে ১১ জন শনিবার যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সাথে স্বাক্ষাত করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তারা হলেন, হৈবতপুর ইউনিয়নের আবু সিদ্দিক, লেবুতলা ইউনিয়নের আলীমুজ্জামান মিলন, ইছালী ইউনিয়নের ফেরদৌসী ইয়াসমীন, নওয়াপাড়া ইউনিয়নের রাজিয়া সুলতানা, কাশিমপুর ইউনিয়নের শরিফুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়নের দাউদ হোসেন দফাদার, দেয়াড়া ইউনিয়নের লিয়াকত আলী, আরবপুর ইউনিয়নের মীর আরশাদ আলী রহমান, চাঁচড়া ইউনিয়নের সেলিম রেজা পান্নু, ফতেপুর ইউনিয়নের শেখ সোহরাব হোসেন ও নরেন্দ্রপুর ইউনিয়নের মোদাচ্ছের আলী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!