ওয়ার্ক ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সৌদি

0 ১৭০

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারী করোনার প্রভাবে বেসরকারি খাতে ওয়ার্ক ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের সরকার। ফলে ভয়াবহ হুমকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশের জনশক্তি রপ্তানি। আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকার কারণে স্ট্যাম্প হওয়া সব ওয়ার্ক ভিসা বাতিল করে ফি ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মুসলিম এই দেশটি। করোনা ভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবের তেল বিক্রি এবং মূল্য কমে যাওয়ায় সৌদির অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে মার্চের ১৮ তারিখ থেকে পাসপোর্টে স্ট্যাম্প হওয়া প্রাইভেট খাতের সব ধরনের ওয়ার্ক ভিসা বাতিল করে এর ফি ফেরত দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি সরকার। আর এতেই বাংলাদেশ থেকে প্রায় লক্ষাধিক কর্মীর সৌদিতে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও দেশটিতে বর্তমানে যারা কর্মরত আছেন তাদের বিষয়ে এখনও কিছু জানায়নি সৌদি সরকার। এ কারণে চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে প্রবাসীদের মনে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!