করোনাকালিন পরিস্থিতিতে বান্দরবানের সাংবাদিকদের প্রধানমন্ত্রীর উপহারের চেক বিতরণ

0 ১৬৩

বান্দরবান প্রতিনিধিঃ করোনাকালিন পরিস্থিতিতে বান্দরবান জেলার সাংবাদিকদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বা আআর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে ও প্রেস ইউনিট বান্দরবান এর সহযোগীতায় ৬আগষ্ট বৃহস্পতিবার বেলা ১২টায় বান্দরবান হিলটন কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্তব্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ন মহাসচিব মহসিন কাজী, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়া, বান্দরবান প্রেসক্লাব এর সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, প্রেস ক্লাব সাধরণ সম্পাদক মিনারুল হক, সিনিয়র সাংবাদিক সাদেক হোসেন চৌধুরী ।

আরো বক্তব্য প্রদান করেন প্রেস ইউনিট বান্দরবান এর সভাপতি আল ফয়সাল বিকাশ, সাধরণ সম্পাদক আলাউদ্দিন শাহরিয়ার, সঞ্চালনায় এন এ জাকির। আরো উপস্থিত ছিলেন আরটিভি বান্দরবান জেলা প্রতিনিধি শাফায়েত হোসেন, দৈনিক অবজারভার বান্দরবান জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী,মহোনা টেলিভিশন বান্দরবান প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন, মৈত্রী প্রতিনিধি রশিদ আহমদ, বিজয় টিভি প্রতিনিধি রিমন পালিত প্রমুক।

প্রধান অতিথি বক্তব্যে পার্তব্য মন্ত্রী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকরা সমাজের দর্পণ, করোনাকালিন পরিস্থিতিতে সাংবাদিকরা নিউজের জীবনের মায়া না করে যেভাবে মাঠে ময়দানে সংবাদ সংগ্রহ করে সঠিক সংবাদ প্রকাশ করেছেন নি:সন্দেহে প্রশংসার দাবীদার।

বিশেষ অতিথিরা সকল সাংবাদিকদের একই প্লাটফরমে এসে মিলেমিশে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাবেন। সাথে সাথে দেশ ও সরকারের উন্নয়নকাজ গুলো তুলে ধরবেন এই প্রত্যাশা কামনা করেন। পরে বান্দরবানের সাংবাদিকরা মাননীয় প্রধান মন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্য বলেন করোনাকালিন পরিস্থিতিতে বান্দরবান জেলার সাংবাদিকদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বা আর্থিক সহায়তারচেক প্রথম ধাপে ২৯ জন কে প্রদান করা হল, বাকি যারা পাননি তাদের দ্বিতীয় ধাপে প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!