করোনার কারণে সীমিতভাবে উদযাপন করছেন দূর্গা মায়ের ঘট পূজা

0 ২১৪

সবুজ সাহা লক্ষ্মীপুর: করোনা কারণে মানুষের স্বাস্থ্য দিক চিন্তা করে প্রতিবছরের ন্যায় এবারও সীমিত পরিসরে ঘটপূজা আয়োজন দেখা মিলে লক্ষ্মীপুর, রামগতি উপজেলার ৭নং চর রমিজ ইউনিয়নের ৪নং ওয়ার্ড়ের সাহাপাড়ার গ্রামে সর্ববিদ্যা পূজা মন্ডপে । দেবী এসছেন দোলায়, যাবেন হাতিতে চড়ে। আজ মহা অষ্টমী শারদীয় দূর্গা উৎসবে অষ্টমী পূজা খুবই গুরুত্বপূর্ণ। এ দিনে দেবী দূর্গা মহিষাসুর কে বধ করে বিজয় লাভ করে ছিলেন। এ পূজার দিনে ভক্তবৃন্দ বিধিসম্মতভাবে অষ্টমীবিহিত পূজা করে দেবী দূর্গার কৃপা প্রার্থনা করেন। অষ্টমী তিথিতে পূজা করার সময় দেবীকে মহালক্ষ্মী হিসেবে সম্পদ, স্থায়িত্বশীলতা, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে পূজা করা হয়। পূজার শেষে পূজারীগণ দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলী প্রদান করেন।অষ্টমী তিথির পূজায় নয়টি পাত্রে বিভিন্ন রঙের পতাকা স্থাপন করা হয় যা দেবীর নয়টি শক্তিকে উৎসর্গ করে পূজা করা হয়। পূজা উপকরণ সাজিয়ে অষ্টমী বিহিত পূজার নির্ধারিত মন্ত্র পাঠ করে পূজা করা হয়। এ দিনে আনুষ্ঠানিকভাবে দেবী দূর্গাকে পুষ্পাঞ্জলী প্রদান করা হয়। সব শেষে দেবী দূর্গার প্রণাম মন্ত্র পাঠ করা হয়। সর্ববিদ্যা পূজামণ্ডপের কমিটির সভাপতি খোকন কান্তি দাশ জানান, প্রতিবছর চেয়ে আমরা একটু ভিন্ন আঙ্গিকে করতে চেয়েছিলাম মায়ের পূজা, তবে করোনা মহামারীর কথা চিন্তা করে আমরা আমাদের এ বছরের সকল কার্যক্রম সীমিত পরিসরে করেছি যার কারণে আমরা এ বছর দুর্গাপূজা সীমিত পরিসরে করব। সাধারণ মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আমরা প্রত্যাশা করি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!