কাপ্তাই বড়ইছড়ির সাবেক একরাম মেম্বার এর ঘরে হামলা

0 ৩০০,০৯৩

গত ১৪ তারিখ কাপ্তাই উপজেলা সংলগ্ন একরাম মেম্বার এর ৩০ বছরের দখলকৃত জায়গার উপর ঘর ও একমাত্র উপর্জনের নার্সারি তে সন্ত্রাসী হামলা করে জোর দখলের চেষ্টা।ভুক্তভোগী একরাম মেম্বার নিজের ভাষ্যমতে এবং ঘটনার ভিড়িও প্রমান করে চ্ন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল এর কর্মরত মোশরফ হোসেন ও তার দুই ছেলে জাহিদ হোসেন এবং তানভীর হোসেন সানি।

মোশরফ এর স্ত্রী সহ এক সাথে গিয়ে একরাম মেম্বারের বসত ঘর ও নার্সারি তে দা এবং লাঠি দিয়ে টিনের ঘর ভেঙে দিয়ে যায়।ঘর ও নার্সারি ভেঙে একরাম মেম্বারকে মার মুখি হয়ে গালাগাল দিতে থাকে।সন্ত্রাসীরা ঘর এবং নার্সারি ক্ষতিগ্রস্ত করে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায় বলে একরাম মেম্বার আমাদের প্রতিনিধিকে জানান।

তিনি আরো জানান,ঘরে ডুকে নগদ অর্থ ও স্বর্ণের চেইন ও প্রয়োজনিয় কাগজ পত্র নিয়ে যায়।আমি বর্তমানে তাদের ভয়ে আমার ক্ষতিগ্রস্ত ঘরেও থাকতে পারছি না প্রাণনাশের সংকায়।একরাম হোসেন(একরাম মেম্বার)কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর সাবেক মেম্বার ছিলেন।তিনি আমাদের প্রতিনিধি কে বলেন এলাকার মেম্বার ছিলাম কোন দিন কোন অন্যায় করিনি।এলাকার সবার সাথে আমার সু সম্পর্ক আছে।গত ৩০ বছর ধরে যে ঘরে বসবাস করে আসছি সেই ঘর এবং নার্সারি হঠাৎ দখল করার জন্য ভাঙ্গচুর করে প্রাণনাশের হুমকি র জন্য এলাকাবাসী সহ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!