খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাইং উৎস ও মঙ্গল শোভাযাত্রা।

0 ১,০০০,১৪২

মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসব খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে মধ্যদিয়ে শুরু হয়েছে।তিনদিন ধরে নানা আয়োজনে চলবে এ উৎসব।

(১৩ এপ্রিল)সকালে খাগড়াছড়ির পানখাইয়া পাড়া বটতল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি -উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান প্রতিমন্ত্রী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি সেনা জোন কমান্ডার,দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস,খাগড়াছড়ি জেলা পরিষদের জসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীসহ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

শোভাযাত্রায় মারমা তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী নানা বর্ণিল পোশাকে নেচে গেয়ে উৎসবকে মুখরিত করে।পরে পানখাইয়াপাড়াস্থ মারমা উন্নয়ন সংসদের প্রাঙ্গণে অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী জলকেলী বা পানি খেলা উৎসবে হাজার হাজার মানুষের সমাগম হয়।উৎসব উপলক্ষে মারমা পাড়ায় চলছে ঐতিহ্যবাহী নানা খেলাধুলা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!