খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিভিন্ন স্থানে অবৈধ ভাবে পাহাড় কাটা হচ্ছে।

0 ৬৯

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ পার্বত্য জেলা খাগড়াছড়ি,মাটিরাঙ্গা উপজেলায় বিভিন্ন স্থানে অবৈধ ভাবে পাহাড় কাটছে,প্রশাসন নিড়ব ভূমিকা পালন করছে।তাইন্দং,তবলছড়ি,বর্নাল,আমতলী, গুমতিসহ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে পাহাড় কাটছে প্রতিনিয়ত।দিনরাত ড্রোজারের শব্দ দূষণে এলাকাবাসী অতিষ্ঠ।

এই বিষয়ে মাটিরাঙ্গা উপজেলার ক্রাইম রিপোর্টার,
আশিকুর রহমান নয়ন বলেন ড্রোজার যারা ভারা এনেছে তারা নাকি উপরের মহলে কন্ট্রাক করে পাহাড় কাটতে এসেছে।এই কথা শুনার সাথে সাথে মাটিরাঙ্গা উপজেলা থানা ইনচার্জ কে ফোন দেওয়া হলে ওনি জানান ওনি মিটিংয়ে আছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনেক বার কল দেওয়া হয়েছে কিন্তু তিনি কল রিছিভ করেননি।

এভাবে চলতে থাকলে পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বিলিন হতে আর বেশি সময় লাগবে না,তাই
প্রশাসনের উচিৎ এই পাহাড় না কাটার ব্যাবস্থা অতিদ্রুত নেওয়া বলে মনে করেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!