খালেদা জিয়া স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক-মেয়র শাহাদাত।

0 ৩০০,০১০

বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটের অধিকার,স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আপসহীন সংগ্রাম করে গেছেন।তাঁর কঠিন সময়ে আমরা আল্লাহর দরবারে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। দেশনেত্রী শুধু একটি দলের নেত্রী নন,তিনি গোটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক।তিনি দেশের মানুষের অধিকার আদায়ের প্রতীক।

সোমবার(২২ ডিসেম্বর)বাদে মাগরিব টাইগারপাসে নগর ভবনের মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চসিক আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন,দেশনেত্রীর সুস্থতার জন্য সারাদেশের মানুষ আজ উদ্বিগ্ন।এই দোয়া মাহফিল থেকে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে প্রার্থনা জানাই,তিনি যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন।আমরা বিশ্বাস করি, লাখো কোটি মানুষের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন।

তিনি বলেন,দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের রাজনৈতিক সংকটের মাঝে একটি নতুন সূর্যোদয়ের ইঙ্গিত।তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমরা কামনা করি,কারণ,তাঁর নেতৃত্বে বিএনপি আবারও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঝাঁপিয়ে পড়বে।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাতে দেশের স্বাধীনতা,গণতন্ত্র এবং শান্তি সমৃদ্ধি কামনা করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম,চসিকের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা মির্জা মুহাম্মদ শহিদুল্লাহ,মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এসএম সারোয়ার আলম, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, বিএনপি নেতা মহসিন তালুকদার,জসিম উদ্দিন চৌধুরী,মোহাম্মদ ইলিয়াস,হাসান উসমান চৌধুরী, মোস্তফা আলম মাসুম,মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, মেয়রের এপিএস মারুফুল হক চৌধুরী,চসিক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ মামুন,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহসিন কবির আপেল,সাবেক ছাত্রদল নেতা শাহীন হায়াত, ইয়াকুব আলী সিফাত,মাওলানা ওয়াহিদুল আলম, মাওলানা ইয়াসিন প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!