খাল দখল করে কনভেনশন সেন্টারে পার্কিং নির্মাণের অভিযোগে চসিকের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

0 ৩০০,৫১২

অবৈধভাবে খাল দখল করে তার ওপর অনুমতি ছাড়া পাকা স্ল্যাব নির্মাণ করে পার্কিং গড়ে তোলে আমান বাজারের আইএস কনভেনশন সেন্টার। বিষয়টি জানতে পেরে গতকাল অভিযান চালায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন।এ সময় ভেঙে দেয়া হয় স্ল্যাবটি। এছাড়া অনুমতি ছাড়া স্ল্যাব নির্মাণ করায় ৫০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।অংশ নেন ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. আবুল হাশেম।তিনি দৈনিক আজাদীকে বলেন, খালটি কোথাও ১২ এবং কোথাও ১৫ ফুটের। স্ল্যাব দিয়ে আইএস কনভেনশন সেন্টার বাউন্ডারি করে ফেলে।তারা যদি নিয়ম মেনে স্ল্যাব করতে চায় তাহলে তিন লাখ ২৬ হাজার টাকা পরিশোধ করতে হবে সিটি কর্পোরেশনকে।তাছাড়া নিজেদের মত করে করলেও হবে না।চসিকের প্রকৌশলীদের ডিজাইন অনুযায়ী করতে হবে।

এদিকে একই অভিযানে আমানবাজার ঠান্ডাছড়ি সড়কে অনুমতি ছাড়া স্থাপন করা ২৫টি স্লাব অপসারণ করা হয়।তাদেরকেও নিয়ম মেনে স্ল্যাব স্থাপনের নির্দেশনা দেয়া হয়।এছাড়া নন্দীরহাট এলাকায় অবৈধভাবে খালের জায়গা দখল করে নির্মিত ১০টি দোকান উচ্ছেদ করে খালের জায়গা অবৈধ দখলমুক্ত করা হয় অভিযানে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!