খুটাখালী মেদাকচ্ছপিয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ।

0 ৯৯

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী-মেদাকচ্ছপিয়া কোনাপাড়ায় অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।রবিবার(২জানুয়ারী) দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী-মেদাকচ্ছপিয়া পাগলিরবিল কোনাপাড়া এলাকায় এ অভিযান চলে।

মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা মোঃ শাহিন আলম উচ্ছেদের সত্যতা নিশ্চিত করে বলেন,ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া বিটের কোনাপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে পুরাতন জবরদখলকৃত জায়গায় নতুন বসতঘর তৈরির সময় উচ্ছেদ করে ৫ শতক বনভূমি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন,রবিবার সকালে পাগলিরবিল কোনাপাড়ায় জবর দখলের উদ্দেশ্যে ঘর তৈরীর খবর পাওয়া যায়। তাৎক্ষণিক বিষয়টি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুলসহ উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়।এদিন দুপুরে অভিযান চালিয়ে সদ্য নির্মিত ঘরটি ভেঙ্গে ঘুড়িয়ে দেওয়া হয়েছে।এসময় মেদাকচ্ছপিয়া বিটের স্টাফ,হেডম্যান ও ভিলিজাররা উচ্ছেদে অংশ নেন।

ফুলছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমদ বাবুল জানান,বনভূমি দখলবাজ যেই হউক কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান পূর্বক যথাযথ ব্যবস্থা নিতে সকল কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!