গোমস্তাপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

0 ৯২

স্টাফ রিপোর্টারঃ  চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা করা হয়েছে। ৩০ নভেম্বর মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর খাদ্য গুদামে এ কার্যক্রমের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান, রহনপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন, মেসার্স নজরুল অটো রাইসমিল মালিক খাদেমুল ইসলাম গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ ও সাংবাদিক আল-মামুন বিশ্বাস। উল্লেখ্য, চলতি বছর আমন মৌসুমে অভ্যন্তরিণ ধান সংগ্রহ অভিযানে লটারীর মাধ্যমে কৃষকদের কাছ থেকে ৫১৭ মেট্রিকটণ ধান ও ৫৫ জন মিলারের কাছ থেকে ১ হাজার ৮৪১ মেট্রিকটন চাউল সংগ্রহ করবে বলে খাদ্য গুদাম সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!