সন্দ্বীপের সন্তান গোলাম রাব্বানীর মরদেহ সোনারগাঁওয়ে উদ্বার।

0 ৩০০,৬৯৩

অপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলা,সংবাদ প্রকাশ এবং ফেসবুকে লাইভ করার কারণে সোনারগাঁয়ের তরুন সাংবাদিক গোলাম গোলাম রাব্বানী রাব্বানী অবশেষে হত্যার শিকার হতে হলো।

সোনারগাঁয়ে স্ত্রী-সন্তান নিয়ে বসবাসকারী গোলাম রাব্বানী হত্যার ক্লু উদঘাটন করে অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।এদিকে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে বিএমএসএফ ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর,কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সম্পাদক শিবলী সাদিক খান অবিলম্বে হত্যাকান্ডের ক্লু উদঘাটনসহ জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি করেন।

বিএমএসএফ ঢাকা জেলার সদস্য গোলাম রাব্বানীর হত্যাকারীদের বিচার দাবি করেছেন ঢাকা জেলার সভাপতি রেজা নওফল হায়দার।

গোলাম রাব্বানীর গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ সন্তোষপুর ইউনিয়নে।দীর্ঘদিন ধরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে সোনারগাঁও বসবাস করে আসছে।পাশাপাশি সাংবাদিকতা করে যাচ্ছিল।

আজ বৃহস্পতিবার সকালে সোনারগাঁও মিউজিয়ামের পাশের দীঘির পাড় থেকে ভাসমান লাশ উদ্বার করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!