চট্টগ্রামের অলংকারে যাত্রীবাহী বাসে নেই স্বাস্থ্যবিধি ৩-গুণ বাড়তি ভাড়ায় চলছে বাসসহ গণ পরিবহন।

0 ১০৪

নেয়ামত উল্লাহ রিয়াদঃ করোনা ভাইরাসে কঠিন ভয়াবহতার মাঝে ও চট্টগ্রামে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।সরকারি নির্দেশ অমান্য করেই স্বাস্থবিধি না মেনে আসনের বাহিরে অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে বাস।এ নিয়ে প্রশাসনের দিক থেকে নেই কোন বাড়তি তৎপরতা।

সিটের বাহিরে ও দাঁড়িয়ে যাত্রী নিচ্ছে পরিবহনগুলো
সরজমিনে চট্টগ্রামের অলংকার বাস টার্মিনালে গিয়ে দেখা যায় সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি কোনটাই মানা হচ্ছে না। আসনের বাহিরে ও দাঁড়িয়ে যাত্রী নিচ্ছে এবং যাত্রীদের কাছ থেকে ৩ গুণ বাড়তি ভাড়া আদায় এর অভিযোগ উঠেছে।

মোঃ ওমর ফারুক নামে এক যাত্রী অভিযোগ করেন
৬০% বাড়তি ভাড়ায় পরিবর্তে ১০০% থেকে১৩০% বাড়তি ভাড়া আদায় করছে এমনকি দাঁড়িয়ে ও যাত্রী নিচ্ছে এ নিয়ে কথা বলতে গেলে চালক ও হেলপার আমাকে গাড়ি থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে।

এদিকে ৩/৪ বছরের শিশুদের ও বাড়তি ভাড়া নিচ্ছে
আফরোজা বেগম নামে এক নারী অভিযোগ করেন
তার ৩ বছরের মেয়ে কে নিয়ে চট্টগ্রামের কুমিরা যাচ্ছেন কিন্তু বাসের হেলপার ওই ছোট্ট ৩ বছরের মেয়ের ও ৩ গুণ ভাড়া দাবী করেন এর পর বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে বাসের হেলপার “শাহীন ও বাসের চালক আকতার হোসেন ওই নারীকে হেনস্তা করেন এবং গালমন্দ করেন।
এ বিষয়ে কথা বলতে গেলে চালক ও হেলপার দৈনিক অনুসন্ধানের সাংবাদিকের এর গায়ের দিকে তেড়ে আসেন ওই চালক ও হেলপার।

অভিযুক্ত গাড়ি চালকের নাম আকতার হোসেন হেলপার এর নাম মোঃ শাহীন।গাড়ি নাম্বার (চট্টমেট্রো -ছ ১১-২৪৭৫)।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!