চট্টগ্রামের পটিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২

0 ২১৫

বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া থানাধীন পটিয়া বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৯০ লক্ষ ৩০ হাজার টাকার মূল্যের ৩০,১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি পিকআপ জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৬ মার্চ ২০২১ ইং তারিখ ১০ ঘটিকায় র‌্যাব-৭, এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন পটিয়া বাইপাস সড়কের পাশে হাম কনভেনশন সেন্টারের বিপরীত পাশে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপ এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা পিকআপটিকে থামানোর সংকেত দিলে পিকআপটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে পিকআপ থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্য ধাওয়া করে আসামী ড্রাইভার ১। মোঃ নুরুল আলম (২৬), পিতা- মৃত বেলাল, সাং- কুতুপালং (ইউসুফের বাড়ী) এবং হেলপার ২। মোঃ কাইসার উদ্দিন (২০), পিতা- নুরুল ইসলাম, সাং- কুতুপালং পূর্বপাড়, উভয় ৯নং ওয়ার্ড, রাজাপালং ইউপি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে পিকআপরে উপরে বাধা একটি স্পেয়ার চাঁকার ভিতরে সু-কৌশলে রক্ষিত অবস্থায় ৩০,১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং উক্ত পিকআপটি (চট্ট-ন-১১-৬৫৬২) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তার দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯০ লক্ষ ৩০ হাজার টাকা এবং জব্দকৃত পিকআপ এর আনুমানিক মূল্য অনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!