
দলীয় সূত্র জানায়,চট্টগ্রাম-১০ আসনে পূর্বঘোষিত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিবর্তে সাঈদ আল নোমানকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।ফলে আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১(বন্দর–পতেঙ্গা)আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ বিষয়ে মাহবুবের রহমান শামীম জানান,চট্টগ্রামে দুটি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে।
উল্লেখ্য,গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি সংসদীয় আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন। সে সময় চট্টগ্রাম-৪ আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল।