চট্টগ্রামে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

0 ২০৫

নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গা পূজা উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চট্টগ্রামে।চলমান কভিড-১৯ মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কোনো জমকালো আয়োজন ছাড়াই অনুষ্ঠিত হবে এবারের দুর্গা পূজা।চট্টগ্রামের ঐতিহ্যবাহী থিমনির্ভর পূজা না হওয়ায় আমেজ কমে গেছে,অন্যদিকে মণ্ডপে স্থায়ীভাবে সিএমপির পুলিশ সদস্য না রাখার ঘোষণায় সার্বিক নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত আয়োজকরা।

বাংলা পঞ্জিকার তথ্যমতে,২২ অক্টোবর মহাষষ্ঠী তিথিতে বোধন ও দেবী বন্দনার মধ্য দিয়ে শুরু হবে দুর্গা পূজা।পরদিন সপ্তমী তিথিতে পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আয়োজন।২৬ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আয়োজন শেষ হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, চলতি বছর চট্টগ্রাম জেলায় প্রায় ১ হাজার ৮০০ মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে।তার মধ্যে চট্টগ্রাম মহানগরীতে ২৫৪টি মণ্ডপে এবং বিভিন্ন উপজেলা শহরে ১ হাজার ৫২৭টি মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে।তবে ব্যক্তিগত উদ্যোগে আরো পূজা হওয়ায় সব মিলিয়ে চট্টগ্রামে দুই হাজারের বেশি মণ্ডপে পূজা হচ্ছে।

চট্টগ্রামের সদরঘাট,গোসাইলডাঙ্গাসহ বিভিন্ন প্রতিমা কারখানা ঘুরে দেখা গেছে,মৃিশল্পীদের প্রতিটি কারখানায় প্রতিমা তৈরির কাজ প্রায় সম্পন্ন।বেশির ভাগ কারখানায় এখনো চলছে রঙতুলির কাজ।কিছু প্রতিমার চলছে সাজসজ্জার কাজ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!